লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে মৌসুমের প্রথম বড় ঝড়

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে এই মৌসুমের প্রথম বড় ঝড়। সোমবার (২৫ অক্টোবর) সকালে এটি ধীর থাকলেও বিকালে বেশ বৃষ্টি ঝড়াবে৷ সোমবার লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে তাপমাত্রা থাকবে ৬৩ ডিগ্রী ফারেনহাইট। বৃষ্টিপাত হবে প্রায় আধা ইঞ্চি। পাহাড় ও পর্বতের পাদদেশে বৃষ্টির তীব্রতা থাকবে আরো বেশি। উপত্যকা অঞ্চল এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারেও বৃষ্টি হবে সজোরে৷ তাপমাত্রা থাকবে ৬২ ডিগ্রী ফারেনহাইট এবং বৃষ্টিপাত হবে আধা ইঞ্চি। উপকূল অঞ্চলে বয়ে যাবে ভীষণ ঢেউ। সেই সাথে বৃষ্টি ঝড়বে আধা ইঞ্চি। পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে এক থেকে তিন ইঞ্চি। ঝড়ো বাতাস বইবে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে। সর্বোচ্চ তাপমাত্রা হবে ৪৮ ডিগ্রী ফারেনহাইট। মরুভূমিও বৃষ্টিপাত হবে প্রায় কোয়ার্টার ইঞ্চি। ঘণ্টায় বাতাস বইবে ৪০ কিলোমিটার বেগে আর তাপমাত্রা উঠবে ৬১ ডিগ্রী ফারেনহাইট। এলএবাংলাটাইমস/ওএম