লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় এক বাড়ি থেকে তিন মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ ধোঁয়াশা

ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একটি আবাসিক বাড়ি থেকে তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ অক্টোবর) ব্যালবাও আইসল্যান্ডের এক বাড়িতে অভিযান চালিয়ে মৃতদেহগুলো উদ্ধার করা হয়৷ পুলিশ জানায়, ডায়ামণ্ড অ্যাভিনিউ এর ১০০ ব্লকের কাছে সকাল ৮টা ৩০ মিনিটে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে দুইটি নারী ও একটি পুরুষের মৃতদেহ উদ্ধার করে। নিউপোর্ট বিচ পুলিশ লেফটেন্যান্ট কেইথ ক্র‍্যালমেন বলেন, আহত অবস্থায় আরেক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন তবে ধারণা করা হচ্ছে তিনি বেঁচে যাবেন। এই হতাহতের ঘটনা কীভাবে ঘটেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া তাদের আঘাতের ব্যাপারেও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে বিধায় এখনো বিস্তারিত তথ্য প্রকাশ থেকে বিরত রয়েছে পুলিশ। ২টা ৪০ মিনিটের দিকে হাযমাত টিম ঘটনাস্থলে আসে। নিউপোর্ট পুলিশ ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, অবৈধ মাদককে কেন্দ্র করে হতাহতের এই ঘটনা ঘটতে পারে। ক্র‍্যালমেন বলেন, ধারণা করা হচ্ছে অবৈধ মাদককে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। খুব সম্ভবত ফেন্টালিন সংক্রান্ত মাদক তবে সেটি এখনো নিশ্চিত নয়। ভিতরে অভিযান চলছে এবং সম্ভবত কোনো সূত্র পাওয়া যেতে পারে। ক্র‍্যালমেন আরো বলেন, সাম্প্রতিক সময়ে ফেন্টালিন ওভারডোজের সংখ্যা বেড়েই চলেছে। মৃতদেহগুলো উদ্ধারের সময় কী অবস্থায় ছিল তা এখনো জানা যায়নি। তবে এগুলোকে এখনো খুন হিসেবে সাব্যস্ত করা হয়নি। তদন্তকারী দলের বিশ্বাস, গত ২৪ ঘণ্টায় এই দলটির সাথে আরো অন্য কেউ ছিল। এলএবাংলাটাইমস/ওএম