লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস ও লংবিচ বন্দরে এখন থেকে গুনতে হবে জরিমানা

সোমবারে (২৫ অক্টোবর) লস এঞ্জেলেস ও লং বিচ কর্তৃপক্ষ জানিয়েছে যে যেসকল শিপিং কোম্পানির কার্গো কন্টেইনারগুলো বন্দরগুলোতে বেশিদিন অবস্থান করবে, তাদেরকে জরিমানা করা হবে। বন্দরগুলোতে জাহাজের ভিড় কমানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বন্দরগুলো জানায়, যেসব শিপিং কন্টেইনার ট্রাকের মাধ্যমে সরানো হবে, সেগুলো বন্দরে ৯দিন পর্যন্ত অপেক্ষা করতে পারবে ও যেসকল কন্টেইনার ট্রেনের মাধ্যমে সরানো হবে সেগুলো বন্দরে ৩ দিন পর্যন্ত অবস্থান করতে পারব। সময়সীমার পর থেকে জরিমানা গোনা শুরু হবে। প্রতি কন্টেইনারে ১০০ ডলার পর্যন্ত জরিমানা করা হবে। নভেম্বরের ১ তারিখ থেকে নতুন নিয়মটি কার্যকর করা হবে। লং বিচ বন্দরের এক্সিকিউটিভ ডিরেক্টর মারিও কোরডেরো বলেন, ‘বন্দরগুলোতে আর খালি জায়গা পাচ্ছে না। জরিমানার কারনে জায়গা খালি হবে আশা করছি।‘ আমেরিকার ব্যস্ততম বন্দরগুলোতে ভিড় কমানোর উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকায় ঢোকা মোট ৪০ শতাংশ কন্টেইনার এই দুই বন্দরের মাধ্যমেই ঢোকে। ভিড় কমানোর উদ্দেশ্যে বাইডেন প্রশাসন ইতোমধ্যে বন্দরগুলোকে ২৪ ঘণ্টা কাজ করার নির্দেশ দিয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ