লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের বাসিন্দারা পাবেন মাসিক ১ হাজার ডলার: আবেদন শুরু শীঘ্র

লস এঞ্জেলেসের বাসিন্দাদের জন্য এক বছর মেয়াদী পাইলট গ্যারান্টেড প্রোগ্রামের আওতাধীন মাসিক এক হাজার ডলার প্রাপ্তির আবেদন শুরু হচ্ছে। আগামী শুক্রবার (২৯ অক্টোবর) আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রোগ্রামের নাম বিগ:লিপ। এর আওতায় ৩ হাজার ২০০ জন বাসিন্দাকে ১ বছরের জন্য বিনাশর্তে ১ হাজার ডলার করে প্রদান করা হবে। প্রাপ্ত অর্থ খরচের জন্য কোনো ধরণের বাধ্যবাধকতা থাকবে না। সংবাদ বিবৃতিতে বুধবার (২৭ অক্টোবর) মেয়র এরিক গারসেটি বলেন, 'এটি আমেরিকার যেকোনোটির থেকে বৃহত্তর গ্যারান্টেড বেসিক ইনকাম প্রোগ্রাম'। এই প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে৷ এই শুক্রবার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে নভেম্বরের ৭ তারিখ পর্যন্ত। আবেদনের ঠিকানা- bigleap.lacity.org ঐচ্ছিক ভিত্তিতে বাসিন্দাদের এই অর্থ প্রদান করা হবে৷ আবেদনকারীকে লস এঞ্জেলেসের বাসিন্দা হতে হবে ও ১৮ বছরের বেশি বয়েসী হতে হবে। সেই সাথে পরিবারে অন্তত একজন পোষ্য বা গর্ভবতী থাকতে হবে৷ করোনা কালীন সময়ে আয় ফেডারেল ইনকাম ধাপ থেকে নিচে নেমে গেছে কিংবা কোনো মেডিকেল জটিলতা রয়েছে, তাদের অর্থ প্রদান করা হবে। ২০২১-২০২২ অর্থ বছরে মেয়র এরিক গারসেটি ২৪ মিলিয়ন ডলারের বেসিক গ্যারান্টেড ইনকাম প্রজেক্ট প্রস্তাবনা করেন। এটির নাম হয় 'নো কোয়েশ্চান আস্ক'। পরবর্তী আরো বর্ধিত বাজেটের মাধ্যমে এর পরিমাণ হয় ৩৮ মিলিয়ন ডলারে। মঙ্গলবার দ্য সিটি কাউন্সিল ভোটের মাধ্যমে গ্যারান্টেড ইনকাম পাইলট প্রোগ্রামের ফাণ্ডে এটি বরাদ্দ করে। এলএবাংলাটাইমস/ওএম