লস এঞ্জেলেস

অরেঞ্জ কাউন্টিগামী বিমান ক্রুর উপর হামলা, আটক ১

অরেঞ্জ কাউন্টিগামী বিমানের এক নারী ক্রুকে মুখি ঘুষি দিয়ে গুরুতর আহত করেন এক যুবক। আটক যুবকের বয়স ২০ বছর, সে ইরভাইন এর বাসিন্দা। সোমবার (১ নভেম্বর) আমেরিকান এয়ারলাইন্স প্লেনে এই ঘটনা ঘটে বলে জানানো হয়। ডিপার্টমেন্ট অব জাস্টিস এক বিবৃতিতে জানায়, ব্রায়ান সু ফ্লাইট ক্রুকে কাজে বাধা দেওয়া এবং শারীরিকভাবে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। ইউএস অ্যাটর্নি অফিস সূত্র জানিয়েছে, আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটের ৯৭৬ বিমানে এক ক্রুকে আঘাত করেন। পরে বিমানটি কলোরাডো অবতরণে বাধ্য হয়। সোমবার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট অব ক্যালিফোর্নিয়াতে সুকে হাজির করা হবে। তদন্তকারী দল জানায়, কোনো উস্কানি ছাড়াই ফ্লাইট অ্যাটনডেন্ট এই হামলাটি করে। প্রাথমিকভাবে এটি মাস্ক ব্যবহারকে কেন্দ্র করে ঘটা কোনো ঘটনা মনে করা হলেও পরে ভিন্ন ঘটনা জানা যায়। ফার্স্ট ক্লাসের ওই যাত্রীটিকে অকস্মাৎ জাগিয়ে তোলায় এই হামলা করা হয়। যাত্রীটি হেঁটে ওই ফ্লাইট ক্রু এর কাছে যায় এবং দুইবার নাকে ঘুষি দেয়। এতে ওই ফ্লাইট ক্রুর নাক ভেঙ্গে যায়৷ পরে আঘাতের পর ওই যাত্রী যেনো কিছুই হয়নি এমন ভঙ্গিতে যেয়ে নিজ আসনে বসে পরে। পরে বিমানটিকে কলোরাডোর ডেনভারে জরুরিভাবে অবতরণ করা হয়। পরে অরেঞ্জ কাউন্টিতেও ফেরত আসে বিমানটি। এলএবাংলাটাইমস/ওএম