লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের টিকাদান শুরু হচ্ছে

লস এঞ্জেলেস কাউন্টিতে এসেছে পৌঁছেছে ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য প্রযোজ্য ফাইজারের টিকার প্রথম ডোজের চালান। পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের জানিয়েছেন, বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে শিশুদের টিকা প্রদান শুরু হবে। এর আগে মঙ্গলবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য ফাইজারের এই টিকা অনুমোদন দেয়। তার আগে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও সিডিসির উপদেষ্টা কমিটির অনুমোদন পায়। এরপর সিডিসি ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেন্সকি এটির পূর্ণ অনুমোদন দেন মঙ্গলবার বিকেলে। ফেরেরা জানান, লস এঞ্জেলেসে টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য ৯০০টি সংস্থা রয়েছে। ফেরের কাউন্টি বোর্ড অব সুপারভাইজারে জানান, বুধবার কিংবা বৃহস্পতিবার থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়ে যাবে। তিনি আরো জানান, আগামী ১০ দিনে আরো ৩ লাখ ডোজ টিকার চালান লস এঞ্জেলেসে আসবে। প্রাপ্ত তথ্য অনুসারে, লস এঞ্জেলেসে ৫ থেকে ১১ বছর বয়েসী ৯ লাখ শিশু রয়েছে। সিটি অব লং বিচে আগামী শুক্রবার থেকে শিশুদের টিকা প্রদান শুরু হবে৷ সিটি কর্তৃপক্ষ জানায়, এখানে ৫ থেকে ১১ বছর বয়েসী ৪৩ হাজার ৯০০ শিশু রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম