লস এঞ্জেলেস

আবার দেওয়া হবে স্টিমুলাস চেক

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়া নতুন ১০ লাখ স্টিমুলাস চেক ইস্যু করেছে। নতুন চেকগুলোর সিংহভাগই সোমবার ( ১ নভেম্বর) থেকে ডাকযোগে প্রেরণ করা হবে। ক্যালিফোর্নিয়া ফ্র্যাঞ্চাইজ ট্যাক্স বোর্ড জানায়, ১১ দশমিক ৫০ লাখ চেক দিয়ে সর্বমোট ৮৫ কোটি ৭ লাখ টাকা দেওয়া হবে। সোমবারের মধ্যে ৭ লাখ ৫০ হাজার চেক ডাকযোগে প্রেরণ করা হবে। বাকি ৪ লাখ চেক ব্যাংক একাউন্টে ডিপোজিট করা হবে। . ট্যাক্স বোর্ডের কর্মকর্তা জানান,ডাকযোগে অর্থ পেতে প্রায় ৩ সপ্তাহ লাগতে পারে ও ডিপোজিট করা চেক পেতে অনেকদিন সময় লাগতে পারে। যারা জিএসএস ২ পেমেন্টের জন্য নির্বাচিত হয়েছেন, তাঁরা তাদের ট্যাক্স রিফান্ড ডাকযোগে পাবেন। চেকগুলো জিপ কোডের শেষ ৩ ডিজিটের ওপর ভিত্তি করে প্রেরণ করা হচ্ছে। এই পর্যন্ত, রাজ্যটি ৪৪ লাখ চেক দিয়ে ৪০০ কোটি ডলার অর্থ স্টিমুলাস হিসেবে প্রদান করেছে। বর্তমানে ০০০ থেকে ৩৭৫ জিপকোডের চেকগুলো প্রেরণ করা হচ্ছে। আগামী বছরের শুরুর দিক পর্যন্ত চেকগুলো প্রেরণ করা হবে। আশা করে হচ্ছে, ৯০ লাখ ক্যালিফোর্নিয়াবাসী এর মধ্যেই একটি চেক পেয়ে যাবেন। ট্যাক্স রিটার্নের জন্য যোগ্য বিবেচিত হওয়ার জন্য আপনাকে ক্যালিফোর্নিয়াবাসী হতে হবে। ২০২০ সাল থেকে ১৫ অক্টোবর, ২০২১ সালের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে বা ৭৫০০০ ডলারের নিচে আয় করতে হবে। এসএসএন ও আইটিআইএন নম্বর থাকতে হবে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ