লস এঞ্জেলেস

শিশুদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি স্কুল ডিস্ট্রিক্ট

৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করেনি দ্য লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট। তবে শিশুদের টিকা গ্রহণকে উৎসাহিত করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ নভেম্বর) এক বিবৃতিতে স্কুল ডিস্ট্রিক্ট জানায়, ৫ থেকে ১১ বছর বয়েসীদের টিকা গ্রহণ বাধ্যতামূলক নয়, তবে টিকা গ্রহণকে বেশ উৎসাহিত করা হচ্ছে। আগামী সোমবার থেকে স্কুল ডিস্ট্রিক্ট এর শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ টিকাদান শুরু হবে। একই সপ্তাহে আরো ১৩টি স্কুলভিত্তিক ক্লিনিক টিকা প্রদান করবে। স্কুল ডিস্ট্রিক্ট জানায়, শনিবার থেকে ওইসব ক্লিনিকের মাধ্যমে টিকা প্রদান শুরু হবে। ইতোমধ্যে লস এঞ্জেলেস কাউন্টিতে এসেছে পৌঁছেছে ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের ফাইজারের টিকার প্রথম ডোজের চালান। এর আগে মঙ্গলবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ৫ থেকে ১১ বছর বয়েসী শিশুদের জন্য ফাইজারের এই টিকা অনুমোদন দেয়। তার আগে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ও সিডিসির উপদেষ্টা কমিটির অনুমোদন পায়। এরপর সিডিসি ডিরেক্টর ড. রোচেলে ওয়ালেন্সকি এটির পূর্ণ অনুমোদন দেন মঙ্গলবার বিকেলে। তিনি আরো জানান, আগামী ১০ দিনে আরো ৩ লাখ ডোজ টিকার চালান লস এঞ্জেলেসে আসবে। প্রাপ্ত তথ্য অনুসারে, লস এঞ্জেলেসে ৫ থেকে ১১ বছর বয়েসী ৯ লাখ শিশু রয়েছে। লস এঞ্জেলেসে কাউন্টিতে ১২ ও এর বেশি বয়েসী ৮০ শতাংশ বাসিন্দা টিকার এক ডোজ হলেও গ্রহণ করেন। এদের মধ্যে ৭২ শতাংশ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেন। এলএবাংলাটাইমস/ওএম