লস এঞ্জেলেস

আবারো বন্ধ করা হচ্ছে ১০১ ফ্রিওয়ে

শুক্রবার (৫ নভেম্বর) রাত থেকে আবারো বন্ধ করা হচ্ছে ডাউনটাউন লস এঞ্জেলেসের পূর্ব দিকের সান্তা আনা ১০১ ফ্রি ওয়ে। সপ্তাহব্যাপী উন্নয়নমূলক কার্যক্রমের জন্য আড়াই মাইল দীর্ঘ সড়ক বন্ধ থাকবে। সিক্সথ স্ট্রিট পথের উন্নয়নের জন্য এই কাজ চলছে৷ শুক্রবার রাত ১০টা থেকে রবিবার ৩টা পর্যন্ত ফ্রিওয়েটি বন্ধ থাকবে৷ সান্তা মনিকা (১০) ফ্রিওয়ের দক্ষিণ অংশ এবং ৫/১০/১০১ ফ্রিয়ের উত্তর ইন্টারচেঞ্জটি বন্ধ রাখা হবে। এর আগে আরেকবার এই ফ্রিওয়েটি বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া সপ্তাহান্তে ২২-২৪ তারিখও এটি বন্ধ রাখা হয়। সেবার ৪১ ঘণ্টা বন্ধ রাখার কথা থাকলেও আগেভাগে কাজ শেষ হয়ে যাওয়ায় মাত্র ২৬ ঘণ্টা বন্ধ রাখা হয় সেটি, জানায় সিটি ব্যুরো অব ইঞ্জিনিয়ারিং। এই বন্ধ থাকাকালীন সময় কোনো ইঞ্জিনচালিত বাহন ১০১ ফ্রিওয়ে ব্যবহার করে পমোনার ওয়েস্টবাউন্ড (৬০) ফ্রিওয়ে থেকে পমোনা অঞ্চলে প্রবেশ করতে পারবেনা। এদেরকে লংবিচ (৭১০) ফ্রিওয়ে ব্যবহাত করে ১০/১০১ ওয়েস্টবাইন্ড ফ্রিওয়েতে উঠতে হবে। সাউথবাউন্ড থেকে আগত চালকেরা হার্বর ফ্রিওয়ে সাউথ ব্যবহার করতে পারবে। বন্ধ থাকা ফ্রিওয়ে অঞ্চল এড়াতে পরে পূর্ব ১০ ফ্রিওয়ে ব্যবহার করতে পারবে। এলএবাংলাটাইমস/ওএম