লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার স্কুলগুলোতে নতুন মাদকের বিস্তার

ক্যালিফোর্নিয়া স্কুল কর্মকর্তারা অভিভাবকদেরকে একটি নতুন মাদক সম্পর্কে সর্তক করছেন যা ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ছে। ‘পেইন্ট’ নামক এই মাদকটির কারণে ইতোমধ্যে অনেকগুলো আগ্রাসনের ঘটনা ঘটেছে। সিটরাস হাইটসের মেসা ভার্দে স্কুলের প্রশাসকরা শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে মাদকটি নিয়ে চিঠি পাঠিয়েছেন। সেখানে তাঁরা জানান, কয়েকজন শিক্ষার্থী গোপনে এই মাদক বিক্রি করছে ও এই মাদক তাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। চিঠিটিতে বলা হয়, ‘অনুগ্রহ করে জেনে রাখুন যে মেসা ভার্দে হাইস্কুল প্রশাসন ইতোমধ্যে এই ব্যাপার নিয়ে তদন্ত করছে ও আমরা তদন্তে অনেক দূর এগিয়েছি। আমরা আপনার সহায়তা ও সমর্থন আশা করছি।‘ মাদকটির মূল্য ৫ ডলার। মাদকটি দেখতে একটি লালচে-বাদামী রঙ্গের ট্যাবলেটের মত। স্কুলের নেতারা তাদের তদন্ত পরিচালনা করার সাথে সাথে পেইন্ট সম্পর্কে তথ্য চাইছেন। সিডিসি জানায়, ১৯৯৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ৮ লাখ ৪১ হাজার ব্যক্তি ড্রাগ ওভারডোজে মারা গিয়েছে। ২০১৯ সালে ৭০ হাজার ৬৩০ জন ব্যক্তি ড্রাগ ওভারডোজে মারা যান। ২০১০ সাল থেকে মনোউদ্দীপক মাদকদ্রব্যের কারণে মৃত্যুর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে ১০ হাজার ব্যক্তি মনোউদ্দীপক মাদকের কারণে মারা গিয়েছে। .  সিডিসি জানায়, মাদক ব্যবহারের কারণে কিশোর-কিশোরীদের দৈহিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হয়। এর পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুকিও বৃদ্ধি পায়। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স শিশুদের মধ্যে মাদকদ্রব্য ব্যবহার পর্যবেক্ষণের জন্য স্ক্রিনিংয়ের পরামর্শ দেয়। তাদের মতে, ৯ বছর বয়স থেকে শুরু করে স্ক্রিনিং শুরু করা উচিত। সিডিসি বলছে যে পিতামাতারা শিশু রোগ বিশেষজ্ঞের সাথে স্ক্রিনিং সম্পর্কে কথা বলে সহায়তা করতে পারেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ