লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ইনডোর প্লেসে টিকার সনদ প্রদর্শন আইন কার্যকর আজ থেকে

আজ সোমবার (৮ নভেম্বর) থেকে লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দাদের ইনডোর জনসমাগমে টিকার সনদ দেখাতে হবে। রেস্তোরাঁ, ব্যায়ামাগার, বিনোদন কেন্দ্র ও ব্যক্তিগত পরিচর্যা কেন্দ্রে টিকার পূর্ণ ডোজ গ্রহণের সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তবে এই নিয়মের ব্যত্যয়কারীদের বিরুদ্ধে ২৯ নভেম্বর পর্যন্ত কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না। দেশের অন্যান্য স্থানের থেকে লস এঞ্জেলেস এই আইন আরো কঠোর করা হয়েছে৷ যারা টিকা গ্রহণের জন্য উপযুক্ত, তাদের সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে। যে সকল টিকার সনদ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে, সেগুলো হলো- ১) ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) কর্তৃক অনুমোদিত টিকা কার্ড বা অনুরূপ সরকারি কোনো প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত কোনো টিকা কার্ড। ২) টিকা কার্ডের ফটোকপি কিংবা ফোনে বা ইলেক্ট্রনিক ডিভাইসে টিকা কার্ডের ছবি। ৩) স্টেট অব ক্যালিফোর্নিয়া কর্তৃক প্রদত্ত ব্যক্তিগত ডিজিটাল টিকাগ্রহণের অনুমোদন কিংবা অন্য কোনো রাজ্য কর্তৃক অনুরূপ ডকুমেন্ট। ৪) হেলথকেয়ার প্রোভাইডর কর্তৃক টিকা গ্রহণের সনদ। যাদের বয়স ১৮ বছর বলে গণ্য হবে, তাদের সবাইকে বাধ্যতামূলক এই সনদ প্রদর্শন করতে হবে। সোমবার থেকে টিকার সনদ প্রদর্শনের আইন কার্যকর হলেও এর অমান্যকারীদের জরিমানার বিধান চলতি মাসের ২৯ তারিখ থেকে কার্যকর হবে। আইন অমান্যকারীদের এই কয়দিন প্রাথমিক সতর্কের পর দ্বিতীয়বার থেকে ১ হাজার ডলার, তৃতীয়বার থেকে ২ হাজার ডলার এবং চতুর্থবারের জন্য ৫ হাজার ৫০০ ডলার জরিমানা করা হবে। তবে টিকা গ্রহণে যাদের স্বাস্থ্যগত বা ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো বাধা থাকে, তাদের এই ক্ষেত্রে কোনো জরিমানা করা হবে না তবে বিষয়টি যাচাই করে দেখা হবে। এলএবাংলাটাইমস/ওএম