লস এঞ্জেলেস

সান বার্নাডিনোয় গাঁজা চাষের অভিযোগে ৩৪ জন আটক

সান বার্নাডিনো কাউন্টিতে ৭ দিনের গাঁজা উদ্ধার অভিযানে ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ‘হ্যামার স্ট্রাইক’ নামক এই অভিযানটির মাধ্যমে তদন্তকারীরা ৩৩ হাজার ১৮৯ টি গাঁজা গাছ উদ্ধার করেন। এর পাশাপাশি সাড়ে ৪ হাজার কেজি প্রক্রিয়াজাতকৃত গাঁজা, ৯টি বন্দুক ও ২৪ হাজার ডলার উদ্ধার করা হয়। সান বার্নাডিনো কাউন্টি শেরিফের বিভাগ জানায় যে তদন্তকারীরা কাউন্টিতে অবস্থিত ২১১টি গ্রিনহাউস ও ২টি ইনডোর লোকেশন থেকে গাঁজাচাষের প্রমাণ ও সেগুলো সিলগালা করে দেয়। বিভাগ জানিয়েছে, লুসার্ন ভ্যালি, সান বার্নার্ডিনো, টুয়েন্টিনাইন পামস, ওয়ান্ডার ভ্যালি, হেলেনডেল, নিউবেরি স্প্রিংস, পিনন হিলস, ফেলান, ড্যাগেট, বার্স্টো এবং র ্যাঞ্চো কুকামোঙ্গায় ২৬টি সার্চ ওয়ারেন্ট জারি করেছেন গোয়েন্দারা। এই অঞ্চলগুলিতে গাঁজা চাষ সম্পর্কে অসংখ্য অভিযোগ পেয়েছে। সন্দেহভাজনদের উপর গাঁজা চাষ, গাঁজা বিক্রির জন্য রাখা, অবৈধ জল নিষ্কাশন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। এই নিয়ে টানা ১০ সপ্তাহ ধরে হ্যামার স্ট্রাইক অপারেশনটি চলছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ