লস এঞ্জেলেস

সোফি স্টেডিয়ামে চাকরি মেলা, নিয়োগ পাবে হাজারো

সোফি স্টেডিয়ামে চলতি সপ্তাহে শুরু হয়েছে চাকরি মেলা৷ দুইদিন ব্যাপী এই মেলা থেকে হাজার হাজার কর্মী নিয়োগ করবে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো। এই মেলার নামকরণ করা হয়েছে সোফি হসপিটালিটি হায়ারিং ফেয়ার। লস এঞ্জেলেসে বর্তমানে কর্মহীনের সংখ্যা অনেক বেড়েছে। টানা চারটি ইভেন্টের কারণে অনেক কর্মহীন চাকরি পেয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকেই চাকরি প্রত্যাশিরা সোফি স্টেডিয়ামে ভীড় করেছে। হসপিটালিটি ট্রেনিং অ্যাকাডেমির এক্সিকিউটিভ ডিরেক্টর এডিনে ফরমান বলেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে ফুটবল, কনসার্ট কিংবা সুপার বাউলের মতো অনুষ্ঠানগুলোতে পরিপূর্ণ কর্মী নিশ্চিত করা'। সোফি স্টেডিয়াম বিভিন্ন পদে বারোশো থেকে প্রায় দুই হাজার কর্মী নিয়োগ দিবেন। রাঁধুনী, ডিশওয়াশার এবং স্ট্যান্ড ওয়ার্কারও নিয়োগ দেওয়া হবে। সোফি স্টেডিয়ামে রাঁধুনী হিসেবে নিয়োগপ্রাপ্ত ডিয়ানা গুলিয়েন বলেন, 'আমি রান্নার কৌশল ভালো করার চেষ্টা করছি সাম্প্রতিক কালে। সোফি স্টেডিয়ামে এটি আমার প্রথম চাকরি'৷ তিনি বলেন, 'এটি আমাকে সত্যিই অনেক সাহায্য করবে। এটি আমার জন্য ভালো সূচনা। আমি এটির জন্য প্রস্তুত'। আগত চাকরিপ্রত্যাশিদের আবেদন, ইন্টারভিউ নেওয়া হয় এবং অনেককেই সেখানেই নিয়োগ দেওয়া হচ্ছে। চাকরি মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকাল ৫টা থেকে রাত ৯ টা পর্যন্ত। এলএবাংলাটাইমস/ওএম