লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ফ্লু'তে এই সিজনে প্রথম ব্যক্তির মৃত্যু

লস এঞ্জেলেস কাউন্টিতে ২০২১-২০২২ ইনফ্লুয়েঞ্জা সিজনে ফ্লু-তে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ নভেম্বর) এই ঘটনাটি ঘটে। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথের সূত্র অনুসারে, মৃত ব্যক্তি মাঝবয়েসী। তার শারীরিক অন্যান্য সমস্যা ছিল। ফ্লু জনিত অসুস্থতার সময় তাকে বেশ কয়েকবার করোনা পরীক্ষা করানো হয় এবং প্রতিবারই নেগেটিভ আসে। তবে মৃত ব্যক্তির ফ্লু এর বিরুদ্ধে কোনো টিকা নেওয়া ছিল না। ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ জানায়, সাধারণত বেশিরভাগ মানুষ ইনফ্লুয়েঞ্জা থেকে কোনো জটিলতা ছাড়াই সেরে উঠে। এই মৃত্যু মনে করিয়ে দেয় যে এই অসুখও প্রাণঘাতী হতে পারে। ডিপার্টমেন্ট জানায়, 'নিউমোনিয়া হচ্ছে ফ্লু এর প্রধান জটিলতা। এছাড়া হৃদযন্ত্রের অসুখ বা এজমার মতো অসুখও হয়ে থাকে। হাজার হাজার মানুষ দেশজুড়ে এই রোগজনিত কারণে হাসপাতালে ভর্তি হয় কিংবা মারা যায়। গত বছর লস এঞ্জেলেসে ফ্লু এর সংক্রমণ মাঝামাঝি অবস্থানে ছিল। করোনার সংক্রমণ ঠেকানোতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় ছড়ানোর হার কম থাকে। কাউন্টি কর্তৃপক্ষ জানায়, এই বছর এখন পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ কম থাকলেও সাম্প্রতিক সপ্তাহে সেটি বেড়ে যাচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম