লস এঞ্জেলেস

লোহিত সাগরে আমেরিকা, ইসরায়েল, বাহরাইন ও সংযুক্ত আরব-আমিরাতের নৌবাহিনীর প্রশিক্ষণ শুরু

লোহিত সাগরে আমেরিকা, বাহরাইন, ইসরায়েল ও সংযুক্ত আরব-আমিরাত একত্রে নৌ প্রশিক্ষণ শুরু করেছে। প্রথমবারের মত এই চারটি দেশ একত্রে এইরকম পাচ দিন স্থায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করছে। বিগত বছরেই আরব-আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে।  প্রশিক্ষণটি সামুদ্রিক "পরিদর্শন, বোর্ড, অনুসন্ধান এবং জব্দ কৌশলের" উপর মনোনিবেশ করে এবং চারটি অংশগ্রহণকারী নৌবাহিনীর মধ্যে "আন্তঃক্রিয়াশীলতা" বাড়াবে। মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সম্মিলিত সামুদ্রিক নিরাপত্তা ক্ষমতা বাড়ানোর জন্য মার্কিন বাহিনীকে আঞ্চলিক অংশীদারদের সাথে প্রশিক্ষণ নিতে দেখা উত্তেজনাপূর্ণ।‘ তিনি আরো বলেন ‘সামুদ্রিক সহযোগিতা নৌচলাচলের স্বাধীনতা এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষায় সহায়তা করে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।‘ লোহিত সাগর এডেন উপসাগরকে সুয়েজ খালের সাথে সংযুক্ত করে, যা এটিকে বিশ্বের অন্যতম প্রধান তেল জাহাজ চলাচলের পথ করে তোলে। এই প্রশিক্ষণের মাধ্যমে আরব দেশগুলোর মধ্যেকার গতিশীল পরিবর্তনটি স্পষ্টভাবে ফুটে ওঠে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় একাধিক আরব রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এরপূর্বে আরবদেশগুলো তাদের আঞ্চলিক শত্রু ইরানের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে কাজ করতো। এলএবাংলাটাইমস/এমডব্লিউ