লস এঞ্জেলেস

বেল শহর থেকে ১০ লাখ ডলারের মাদক উদ্ধার

মঙ্গলবারে (৯ নভেম্বর)  বেল শহরে দুইজন ব্যক্তিকে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তিদের থেকে প্রায় ১০ লাখ ডলার সমমূল্যের মাদক পাওয়া গিয়েছে। তদন্তকারীরা মেক্সিকো ভিত্তিক একটি মাদক পাচার চক্রের তদন্ত করার সময় অরেঞ্জ ও লস এঞ্জেলেস কাউন্টিতে মাদক সরবরাহ সম্পর্কে অবগত হন। অক্টোবর মাস ধরে চলা এই তদন্তে একাধিক অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আটককৃত ব্যক্তিদের মধ্যে একজন ২১ বছর বয়সী ও অপরজন ২৯ বছর বয়সী। গ্রেফতারের সময় তাদের সাথে প্রায় ১০ কেজি মেটাফেটামিন ছিলো বলে পুলিশ জানায়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের বাড়ি তল্লাশ করে ৩১৭ পাউন্ড মেটাফেটামিন, ১৭ কিলো কোকেন ও ফেন্টেল এবং ২টি বন্দুক পাওয়া যায়। পুলিশ জানায়, এই অভিযান দ্বারা ১০ লাখ ডলার মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। তদন্তের প্রকৃতি ও চলমান অবস্থার কারণে আটককৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ