লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য দেশের মধ্যে সর্বোচ্চ!

ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য আবারো বেড়েছে। শুক্রবার (১২ নভেম্বর) এক গ্যালন গ্যাসোলিনের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৬৫৮ ডলারে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করে। এর আগে দেশে গ্যাসোলিনের সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছিল ২০১২ সালের অক্টোবরে ৪ দশমিক ৬৭১ ডলার, যেটি বর্তমান মূল্যের থেকে মাত্র ১ সেন্ট বেশি। বর্তমানে ক্যালিফোর্নিয়ায় গ্যাসোলিনের মূল্য দেশের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। দেশে গড় গ্যাসোলিনের মূল্য কমে হয়েছে ৩ দশমিক ৪১৬ ডলার। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) জানায়, নরদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে উৎপাদন কমে গেছে। সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় এর প্রভাব পরেছে। হ্যারিকেন আইডার পর লুইজিয়ানা রাজ্যে এমন অবস্থা হয়েছিল। অটোমোবাইল ক্লাব অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার জেফরি স্পিং বলেন, 'বর্তমানে উৎপাদন ও সাপ্লাই চেইনে আমাদের সমস্যা হচ্ছে। নরদার্ন ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে মূল্য আবার ঠিক হয়ে যাবে'। কিছু স্থানে গ্যাসোলিনের মূল্য ৫ ডলার ছাড়িয়ে গেছে। নরদার্ন ক্যালিফোর্নিয়ার হামবল্ট কাউন্টিতে শুক্রবার গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৯৭১ ডলার। বে এরিয়াতে গ্যাসোলিন বিক্রি হচ্ছে ৪ দশমিক ৮০ ডলারের বেশি মূল্যে। এই বছরের শুরু থেকেই গ্যাসোলিনের মূল্য বেড়েই চলেছে। উৎপাদন কম হওয়া ও সাপ্লাইকারীদের কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এই মাসে গ্যাসোলিনের মূল্য ৬৫ শতাংশ বাড়লেও ২০১৯ সালের থেকে উৎপাদন কমেছে ১৪ শতাংশ। এলএবাংলাটাইমস/ওএম