লস এঞ্জেলেস

শীত মৌসুমে লস এঞ্জেলেসে বাড়তে পারে করোনার সংক্রমণ

আসন্ন শীতকালীন মৌসুমে করোনার সংক্রমণ আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন লস এঞ্জেলেসের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে যারা টিকা নেননি, তাদের মধ্যে এই সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার আশঙ্কা বেশি হবে বলেও সতর্ক করেছেন তাঁরা৷ লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, গত কয়েকদিন হিটওয়েভ চললেও আসন্ন শীত মৌসুমে সংক্রমণ বাড়তে পারে। ইনডোর স্থানে এখন জনসমাগম বেশি রয়েছে, ফলে সংক্রমণে নতুন মাত্রা যোগ হতে পারে। বারবারা ফেরের বলেন, শীতের সাথে সাথে সংক্রমণ বেড়ে যেতে পারে, এটা সত্যি। সেই সাথে অনেকের টিকা গ্রহণের ইমিউনিটি অকার্যকর হয়ে যেতে পারে। তাই টিকা গ্রহণ, বুস্টার ডোজ গ্রহণ ও ইনডোর স্থানে মাস্ক ব্যবহারের মতো বিষয়গুলো মেনে চলা উচিত। মঙ্গলবার পর্যন্ত লস এঞ্জেলেসের ১২ থেকে বেশি বছর বয়েসী ৮১ শতাংশ বাসিন্দা টিকার অন্তত এক ডোজ হলেও গ্রহণ করেছেন। এছাড়া টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন ৭৩ শতাংশ। কাউন্টির ১০ দশমিক ৩ মিলিয়ন বাসিন্দার মধ্যে ৭০ শতাংশ অন্তত টিকার এক ডোজ গ্রহণ করেছেন ও ৭৩ শতাংশ টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রবিবার নতুন করে ৯৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৬ জন। এই নিয়ে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৬২ জন বাসিন্দার। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৩২৪ জন। এলএবাংলাটাইমস/ওএম