লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ১৪ শিশুকে টিকার বাড়তি ডোজ প্রদান, ক্ষুব্ধ প্রতিক্রিয়া অভিভাবকদের

ক্যালিফোর্নিয়ার বে এরিয়াতে ১৪টি শিশুকে টিকার বাড়তি ডোজ দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ নভেম্বর) এক টিকাকেন্দ্রে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অভিভাবকগণ। কর্তৃপক্ষ জানায়, অ্যান্টিঅচের শাটার হেলথ পেডিয়াট্রিক ভ্যাকসিন ক্লিনিকে এই ঘটনা ঘটেছে। সেখানের অন্তত দুইটি শিশুকে নির্ধারিত টিকার দ্বিগুণ ডোজ প্রদান করা হয়েছে। অভিভাবকদের একজন ডেনিস ইসারলথ বলেন, এখানে আমি এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছি। স্বাস্থ্যসেবীদের কাছ থেকে আমরা সবসময় সঠিক চিকিৎসা আশা করি। ডেনিস অভিযোগ করে জানান, আমার ৮ বছর ও ১১ বছরের শিশুকে টিকার ভুল পরিমাণ ডোজ প্রদান করা হয়েছে। তিনি বলেন, ‘আমার সন্তানসহ আরো ১২টি শিশুকে স্বাস্থ্যসেবীরা ঝুঁকির মুখে ফেলেছে’। শাটার হেলথ এই ঘটনার পরপরই এক বিবৃতিতে জানায়, ১৪টি শিশুকে টিকার ভুল পরিমাণ ডিলুয়েন্ট প্রদান করা হয়েছে। এই ঘটনা বুঝতে পারার পরপরই আমরা সেটি অভিভাবকদের জানাই ও ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশিত পরামর্শ মেনে চলতে বলি। ডেনিস জানান, হেলথ কর্মকর্তারা এই ভুলের ঘটনা আমাদের ১০ ঘণ্টা পর জানিয়েছে। ততোক্ষণে আমার শিশু সন্তান দুইবার অসুস্থ হয়ে পরে যায়। বিশেষজ্ঞ চিকিৎসক ড. চিন-হোং বলেন, ‘মাথাব্যথা, মাংসপেশীতে ব্যথা, কিছুক্ষেত্রে জ্বর, ঠান্ডার মতো উপসর্গ যোগ হতে পারে এই ক্ষেত্রে।‘ এলএবাংলাটাইমস/ওএম