লস এঞ্জেলেস

বদলে যাচ্ছে লস এঞ্জেলেসের স্টেপল সেন্টারের নাম!

লস এঞ্জেলেসে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম স্পোর্টস এবং এন্টারটেইনমেন্ট ভেন্যু স্টেপল সেন্টার এর নাম বদলে যাচ্ছে। ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের সাথে মাল্টি-মিলিয়ন ডলারের চুক্তিতে যেয়ে এই নাম বদলাচ্ছে স্টেপল সেন্টার কর্তৃপক্ষ। স্টেপল সেন্টারের নতুন নাম হতে যাচ্ছে ক্রিপ্টো ডট কম অ্যারিনা। সিঙ্গাপুরভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে ৭০০ মিলিয়ন ডলারের চুক্তি করে এই নাম পরিবর্তন হচ্ছে। স্টেডিয়ামে ২০ হাজার দর্শকের আসন ক্ষমতা আছে। স্টেপল সেন্টার অ্যান্সচুটয এন্টারটেইনমেন্ট গ্রুপের মালিকানাধীন। বিশ বছরের চুক্তিতে ক্রিপ্টো ডট কম নামটি বহাল থাকবে। নতুন নামকরণ ও এর প্রচারণা বড়দিন থেকে শুরু হবে। দ্য স্টেপল সেন্টার ৪টি প্রফেশনাল দলের হোমগ্রাউণ্ড। সেগুলো হলো- বাস্কেটবল এলএ লেকার্স, এলএ ক্লিপার্স এবং এলএ স্পার্কস৷ এছাড়া আইস হকি টিম এলএ কিং এর হোমগ্রাউণ্ডও এটি। এছাড়া এই ভেন্যুতে বৃহৎ কিছু বক্সিং ইভেন্ট ও নামি শিল্পীদের কনসার্টের আয়োজনও করা হয়েছে। ১৯৯৯ সালের অক্টোবর মাসে স্টেডিয়ামটি চালু হয়। এবারই সর্বপ্রথম এর নাম পরিবর্তন করা হচ্ছে। স্টেপল ইনকর্পোরেশন ১০০ মিলিয়ন ডলারের চুক্তিতে প্রথম এর নামসত্ত্ব কিনে নেয়। এরপর ২০০৯ সালে চুক্তিটি আবার বর্ধিত করা হয়। পরে ২০১৯ সালে আবারো স্টেডিয়ামের মূল মালিক প্রতিষ্ঠান এর নামসত্ত্ব কিনে নেয়। ক্রিপ্টো ডট কম ২০১৬ সালে তাদের যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যায়, এর ১০ মিলিয়ন ব্যবহারকারী ও ৩ হাজার কর্মী রয়েছে। এলএবাংলাটাইমস/ওএম