লস এঞ্জেলেস

আসন্ন শীতে লস এঞ্জেলেসে বাড়তে পারে করোনার সংক্রমণ

লস এঞ্জেলেসে আবারো বাড়ছে করোনার সংক্রমণ। শনিবার (২০ নভেম্বর) কাউন্টিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৬ জন। একই দিনে মারা গেছেন আরো ২৬ জন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, করোনার শুরু থেকে এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ১৮ হাজার ৭৩২ জন বাসিন্দা। মারা গেছেন ২৬ হাজার ৯৯৯ জন। তবে কাউন্টির হাসপাতালগুলোতে কমেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। এর আগে হাসপাতালে রোগী ছিল ৫৭৩ জন, সেখান থেকে কমেছে ১১ জন। তবে জরুরি বিভাগের রোগীর সংখ্যা বেড়েছে। শুক্রবার জরুরি বিভাগে রোগীর সংখ্যা ছিল ১৪৪ জন, শনিবার সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে। স্থানীয় ও দেশের স্বাস্থ্যকর্মীদের আশঙ্কা, আসন্ন শীতকালের ছুটিতে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বাড়তে পারে। ইনডোর সমাগম বেড়ে যাওয়ায় সম্ভাবনাটি আরো জোরদার হয়ে উঠছে। পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, আসন্ন হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বাসিন্দাদের উচিত সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলা। সেই সাথে বাসিন্দাদের টিকা গ্রহণের পাশাপাশি অন্যান্য করোনা বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেন তিনি। সেই সাথে বাসিন্দাদের টিকার বুস্টার ডোজ গ্রহণের উপরও জোর প্রদান করেন তিনি। তিনি বলেন, ‘অনেকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় টিকার কার্যকারিতা সময়ের সাথে সাথে কমে যায়। এর জন্য টিকার বুস্টার ডোজ গ্রহণ খুবই জরুরি হয়ে উঠেছে। তিনি বলেন, বুস্টার ডোজ প্রয়োজন এমন বাসিন্দা রয়েছে ৪০ লাখ ৮০ হাজার। থ্যাংকসগিভিং এর আগে বুস্টার ডোজের আরো চালান লস এঞ্জেলেসে আসবে। ফেরের বলেন, যেসব বাসিন্দা টিকা গ্রহণ করেননি, তাদের টিকাগ্রহীতাদের থেকে করোনা আক্রান্তের সম্ভাবনা ৯ গুণ বেশি আর হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৬৭ গুণ বেশি। এলএবাংলাটাইমস/ওএম