লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার সীমান্তে আটক রেকর্ড পরিমাণ মাদকের চালান!

ক্যালিফোর্নিয়ার সীমান্ত দিয়ে রেকর্ড পরিমাণ মাদক চোরাচালানের চেষ্টাকালে এক মাদক পাচারকারীকে আটক করেছে কর্তৃপক্ষ। ইউএস ফেডারেল প্রসিকিউটর জানায়, ম্যাক্সিকো থেকে ওই মাদক পাচারকারী মেথাঅ্যাম্পফেটামিন ও ফেন্টানিল পাচারের চেষ্টা করছিল। ইউএস অ্যাটর্নি অফিস সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্যান দিয়েগোর অটেয় মেসা পোর্ট থেকে ট্রাকের ভেতর লুকিয়ে ১৭ হাজার ৫০০ পাউণ্ড মেথ ও ৩৮৯ পাউণ্ড ফেন্টানিল পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করা হয়। বিবৃতিতে জানানো হয়, ২০২০ এবং ২০২১ সালের মধ্যে আটককৃত মাদকের সবচেয়ে বড় চালান এটি। আটক মাদক পাচারকারীর নাম কার্লোস মার্টিন কুইন্টানা-এরিয়াস। সে ম্যাক্সিকোর বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়েছে। তার কোনো আইনজীবী আছে কী না, সেটি এখনো নিশ্চিত নয়। আটকের পর ড্রাইভার দাবি করে গাড়ির ভিতর অটোমোবাইলের সরঞ্জাম রয়েছে। পরে এক্সরে ম্যাশিন ও কুকুরের মাধ্যমে ট্রাকের ভিতর থেকে লুকানো অবস্থায় মাদকগুলো উদ্ধার করা হয়। এলএবাংলাটাইমস/ওএম