লস এঞ্জেলেস

চীনা টেনিস তারকার সুস্থতার প্রমাণ দাবি জাতিসংঘ ও আমেরিকার

চীনা টেনিস তারকা পেং সুই-এর সুস্থতার প্রমাণ দাবি করেছে জাতিসংঘ ও আমেরিকা। নভেম্বরের ২ তারিখ পেং সুই চীনের প্রাক্তন ভাইস- প্রিমিয়ারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেন। এরপর থেকে তাঁর কোন প্রকার খবর বা সন্ধান পাওয়া যায়নি। . টেনিস তারকা, ক্রীড়া সংস্থা, সরকার এবং মানবাধিকার রক্ষাকারীরা সবাই ৩৫ বছর বয়সী এই তরুণের সমর্থনে কথা বলেছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চায় চীন পেং-এর অবস্থানের "স্বাধীন, যাচাইযোগ্য প্রমাণ" প্রদান করুক। জাতিসংঘ পেং এর দাবির সম্পূর্ণ স্বচ্ছ তদন্তের উপর জোর দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার অফিসের একজন মুখপাত্র লিজ থ্রোসেল জেনেভায় সাংবাদিকদের বলেন, "তার অবস্থান ও সুস্থতার প্রমাণ থাকা দরকার। আমরা তার যৌন নিপীড়নের অভিযোগের পূর্ণ স্বচ্ছতার সাথে তদন্তের আহ্বান জানাচ্ছি।" পেং সুই নভেম্বরের ২ তারিখে উইবো নামক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে সে জানায় যে প্রাক্তন ঝাং গাওলি তাঁকে যৌন মিলনে বাধ্য করেছে। এরপর থেকে নেট জগতে হইচই পড়ে যায়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ