লস এঞ্জেলেস

অবৈধভাবে বিটকয়েন লেনদেনের অভিযোগে ক্যালিফোর্নিয়ায় আটক এক

মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তিকে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার জন্য তিন বছরের কারাদণ্ড দিয়েছে।  অভিযুক্ত ব্যক্তিটি প্রায় ১৩০ কোটি ডলার বিটকয়েন ও নগদে অবৈধভাবে লেনদেন করেছে বলে জানা গিয়েছে। ফেডারেল প্রসিকিউটররা একটি শাস্তির স্মারকলিপিতে লিখেছে, অন্টারিও শহরের ৫০ বছর বয়সী হুগো মেজিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে অর্থ বিনিময় বিধিমালা অমান্য করেছেন এবং মাদক পাচারের আয়ের অর্থ পাচারের জন্য একটি বেনামী কন্ডুইট স্থাপনের জন্য তার ব্যবসা গঠন করেছেন। ইউএস ডিস্ট্রিক্ট জজ কর্ম্যাক জে কার্নি বৃহস্পতিবার মেজিয়াকে সাজা দেন। মেজিয়া জুলাই মাসে লাইসেন্সবিহীন অর্থ প্রেরণ ব্যবসা পরিচালনা ও টাকা চোরাচালানের অভিযোগ স্বীকার করে। মেজিয়া  মে ২০১৮ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত বিটকয়েন থেকে নগদ ও নগদ থেকে বিটকয়েনে টাকা লেনদেন করতেন। তিনি লেনদেনের জন্য কমিশন চার্জ করেছিলেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ