লস এঞ্জেলেস

ইম্পেরিয়াল কাউন্টির একাধিক স্থানে দাবানল

শুক্রবারে (২৬ নভেম্বর) সাল্টন সিএর পশ্চিমে অবস্থিত ডেজার্ট সোইরের গ্রামজনগোষ্ঠীর ছয়টি মোবাইল হোম আগুনে পুড়ে গেছে। এরই মধ্যে ইম্পেরিয়াল কাউন্টির দমকল বিভাগ ফেসবুকের মাধ্যমে জানায় যে তাঁরা সাল্টন সির দক্ষিণে অবস্থিত ফিগ লেগুন অঞ্চলে একটি দাবানলের মোকাবিলা করছে। ফিগ লেগুনে অবস্থিত স্ট্রমস ক্রসিং নামক মোবাইল হোম অঞ্চলেই দাবানলটি দেখা গিয়েছে। বৃহস্পতিবারে দমকল বিভাগ হট মিনারেল স্পার পূর্বে একটি দাবানলের মোকাবিলা করেছে। দাবানলটি লোকালয় থেকে দূরে সরে যাওয়ায় সেখানকার বাসিন্দাদের স্থানান্তর করা হয়নি। এলএবাংলাটাইমস/এমডব্লিউ