লস এঞ্জেলেস

রিভারসাইডে ৩২৪ জনকে প্রদান করা হলো করোনার মেয়াদোত্তীর্ণ ডোজ

রিভারসাইডে ৩২৪ বাসিন্দাকে করোনার মেয়াদোত্তীর্ণ ডোজ প্রদান করা হয়েছে। এই বাসিন্দাদের ফাইজারের ডোজ দেওয়া হয় এবং এগুলো নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে ফ্রিজে রাখা ছিল। বুধবার (২৫ নভেম্বর) কাউন্টি হেলথ কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, ফাইজারের ডোজগুলো কোম্পানি নির্ধারিত সময়ের থেকে বেশি সময় ধরে ফ্রিজে রাখা ছিল৷ রিভারসাইড ইউনিভার্সিটি হেলথ সিস্টেম জানায়, এই ভুক্তভোগী ৩২৪ জন বাসিন্দা রিভারসাইড ও জুরুপা ভ্যালিতে টিকার ডোজগুলো গ্রহণ করেন। একটি হচ্ছে ৭১৪০ ইন্ডিয়ানা অ্যাভিনিউ এবং জুরুপা ভ্যালির রিভারসাইড নেইবারহুড ক্লিনিক এবং ৮৮৭৬ মিশন বেলোভার্ডে অবস্থিত জুরুপা ভ্যালি (সিএইচসি)। কর্তৃপক্ষ জানায়, জুরুপা ভ্যালিতে অক্টোবর ৮ থেকে নভেম্বরের ২৩ তারিখ ও অক্টোবরের ২৩ থেকে নভেম্বর মাসের ২৩ তারিখ পর্যন্ত এই ডোজগুলো প্রদান করা হয়। তবে এই মেয়াদোত্তীর্ণ ডোজগুলো গ্রহণের ফলে কারো শারীরিক অসুবিধা কিংবা ক্ষতি হবে না৷ তবে দীর্ঘ সময় ফ্রিজে থেকে ডোজগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যায় ও করোনা থেকে বাসিন্দাদের সুরক্ষা দিতে পারবেনা৷ জুরুপা ভ্যালি ও রিভারসাইড থেকে যারা টিকার ডোজ নিয়েছেন, ইতোমধ্যে কাউন্টি কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করে সঠিক তথ্য জানিয়েছেন। এছাড়া এই বাসিন্দাদের জন্য পুনরায় ডোজের ব্যবস্থা করছেন দ্য ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এলএবাংলাটাইমস/ওএম