লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে লাগামহীনভাবে বাড়ছে গ্যাসোলিনের মূল্য

লস এঞ্জেলেস কাউন্টিতে আবারো বেড়েছে সেলফ-সার্ভিস গ্যসোলিনের গড় মূল্য। গত চারদিনে তৃতীয়বারের মতো গ্যাসোলিনের মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৪ ডলার ৭১৬ সেন্ট। বুধবার এবং বৃহস্পতিবারেও গ্যাসোলিনের মূল্যের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। শুক্রবার (২৬ নভেম্বর) দাম অপরিবর্তিত থাকে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) ও অয়েল প্রাইজ ইনফরমেশন এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০১২ সালের অক্টোবরের ৯ তারিখে গ্যাসোলিনের মূল্যের সর্বোচ্চ রেকর্ড ছিল ৪ ডলার ৭০৫ সেন্ট। সংস্থাগুলো জানায়, গত ১৮ দিনে ১৬ বারের মতো গ্যাসোলিনের গড় মূল্য বেড়েছে ১২ দশমিক ৫ সেন্ট। মঙ্গলবারেও এই মূল্যটি অপরিবর্তিত থাকে। এক সপ্তাহ আগের থেকে গ্যাসোলিনের গড় মূল্য বেড়েছে ১ দশমিক ৮ সেন্ট। এক মাস আগের থেকে বেড়েছে ১৪ দশমিক ৮ সেন্ট ও এক বছর আগের থেকে বেড়েছে ১ ডলার ৫৬৪ সেন্ট। অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের গড় মূল্য অর্ধেক সেন্ট কমে বর্তমান মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৬৮৪ সেন্ট। তবে ১ সপ্তাহ আগের থেকে মূল্য বেড়েছে ১ দশমিক ৪ সেন্ট, ১ মাস আগের থেকে মূল্য বেড়েছে ১৫ দশমিক ৩ সেন্ট এবং ১ বছর আগের থেকে মূল্য বেড়েছে ১ ডলার ৫৫৫ সেন্ট। এর আগে সর্বশেষ অরেঞ্জ কাউন্টিতে গ্যাসোলিনের সর্বোচ্চ মূল্য হয়েছিল ২০১২ সালের অক্টোবরের ৮ তারিখে। এলএবাংলাটাইমস/ওএম