লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে ভূতুড়ে বন্দুক নিষিদ্ধে অধ্যাদেশ জারি

লস এঞ্জেলেসে অধ্যাদেশ জারি করে বন্ধ করা হলো ঘোস্ট গান বা ভূতুড়ে বন্দুকের ব্যবহার ও ক্রয়-বিক্রয়। দ্য লস এঞ্জেলেস সিটি কাউন্সিল মঙ্গলবার (৩০ নভেম্বর) এক ভোটের মাধ্যমে এই অধ্যাদেশ জারি করেন। এর আগে ক্যালিফোর্নিয়ার আরও কিছু কাউন্টিও ভূতুড়ে বন্দুকের ব্যবহার নিষিদ্ধ করে। লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, সাম্প্রতিক বছরে ভূতুড়ে বন্দুক ব্যবহার অনেক বেড়েছে লস এঞ্জেলেসে। নতুন অধ্যাদেশ জারির মাধ্যমে সিরিয়াল নাম্বার ব্যতীত বন্দুক রাখা, ক্রয়-বিক্রয় করা বা বহন করা নিষিদ্ধ করেছে। সেই সাথে সিরিয়াল নাম্বারহীন পার্টসও নিষিদ্ধ করা হয়েছে। যারা এই আইন অমান্য করবে তাদের ১ হাজার ডলার জরিমানা ও ছয় মাসের জেল পর্যন্ত হতে পারে। মঙ্গলবার (৩০ নভেম্বর) কাউন্সিলের মিটিং এ কাউন্সিলম্যান পল কর্টেয বলেন, লস এঞ্জেলেসে এই ধরণের বন্দুক থাকার কোনো মানে নেই। এটি আমাদের শহরকে ইতোমধ্যে বেশ ক্ষতিগ্রস্ত করেছে।

এলএবাংলাটাইমস/ওএম