লস এঞ্জেলেস

লস-এঞ্জেলেসে ভয়াবহ ২১ শে আগস্ট স্মরণে শোকসভা

ক্যালিফোর্নিয়া এস্টেট আওমীলীগ স্মরণ করল ভয়াবহ ২১ শে আগস্ট গ্রেনেড হামলা ৷ ক্যালিফোর্নিয়া এস্টেট আওমিলীগের সাধারণ সম্পাদক ড: রবি আলমের বাসভবনে অনুষ্ঠিত হয় এই শোকসভা ৷

সভাপতি সফিক আহমেদের সভাপতিত্বে ও তফাজ্জল কাজলের পরিচালনায় শোকসভার প্রধান অথিতি ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম ৷

শোকসভায় ২১ শে আগস্টের প্রেক্ষাপট,শহীদের স্মরণে ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি তুলে বক্তব্য রাখেন,সৌকত চৌধুরী,মিজান শাহীন,সাংবাদিক তপন দেবনাথ, ফিরোজ আলম,শাহানা পারভীন,জাহান হাসান প্রমুখ ৷

প্রধান অথিতি জনাব শারিয়ার আলম সবার দাবি পূরণের প্রতিশ্রুতিতে আন্তরিকতার ঘোষণা দিয়ে সরকারের গৃহিত বিভিন্ন তথ্য তুলে ধরেন ৷

শহীদের আত্বার মাগফেরাত করে দোয়া পরিচালনা করেন শাহে  আলম ৷ অনুষ্ঠান শেষে রাতের খাবার পরিবেশন করা হয় ৷