লস এঞ্জেলেস

বন্দরের ওপর চাপ কমাতে ব্যবহৃত হচ্ছে নৌঘাঁটি

ছুটির মাঝে লস এঞ্জেলেস কাউন্টি বন্দরের যানজট কমাতে ব্যবহার করা হচ্ছে ক্যালিফোর্নিয়া একটি নৌঘাঁটি। রবিবারে ( ২৮ নভেম্বর) হুয়েনমে বন্দর ভেন্টুরা কাউন্টির নৌঘাটির থেকে একটি ঘাট, দুটি ভবন ও ঘাটির ভিতরকার জমি ব্যবহারের অনুমতি চেয়েছে। বেসের মুখপাত্র ড্রু ভার্বিস বলেছেন যে ঘাটটি সাধারণত নৌবাহিনী যুদ্ধজাহাজ বাঁধার জন্য ব্যবহার করে। তিনি বলেছেন, যৌথ ব্যবহারের চুক্তিটি ২০০২ সালেই গৃহীত হয়েছিলো। কিন্তু এক দশকেরও বেশি সময় পরে প্রথম এই চুক্তিটি সক্রিয় করা হয়েছে। মূল লক্ষ্যই এখানে জাহাজের চাপ কমানো। লংবিচ ও লস এঞ্জেলেস বন্দরে মালামাল রাখার জন্য জাহাজগুলোকে অধিকাংশ সময় তীরের অনেকদূরে অবস্থান করতে হয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ