লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে শনাক্ত ওমিক্রণে আক্রান্ত প্রথম রোগী

লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো করোনার ওমিক্রণে ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রোগী শনাক্ত হয় বলে জানায় কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা। কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত নভেম্বর মাসের ২২ তারিখে ওই ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে লন্ডন হয়ে লস এঞ্জেলেসে আসেন। বিবৃতিতে জানানো হয়, 'আক্রান্ত ব্যক্তি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী। তিনি সেল্ফ-আইসোলেশনে আছেন এবং মেডিকেল কেয়ার ছাড়াই সেরে উঠছেন'। বিবৃতিতে আরও জানানো হয়, 'ওই ব্যক্তির সংস্পর্শে অল্প কয়েকজন এসেছিল এবং তাদের চিহ্নিত করে পরীক্ষা করানো হয়। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে'। এর আগে কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেছিলেন, 'অত্র রিজিওনে ওমিক্রণ শনাক্ত হওয়া সময়ের ব্যাপার মাত্র'। প্রথমবারের মতো ওমিক্রণে আক্রান্ত একজন শনাক্ত হওয়ার পর বারবারা ফেরের বলেন, 'আমাদের সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি এবং মাস্ক ব্যবহার করা আবশ্যক'। ক্যালিফোর্নিয়ায় এখন পর্যন্ত দুইজন ওমিক্রণে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আগে বুধবার স্যান ফ্র‍্যান্সিসকো কাউন্টিতে একজন শনাক্ত হয়। এলএবাংলাটাইমস/ওএম