লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে দোকানে ভাঙচুর ও লুটপাট: আটক ১৪

লস এঞ্জেলেসে স্থানীয় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১৪ জন সন্দেহভাজনকে আটক করা হয়। গত মাসে দোকানগুলোতে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, থ্যাংকসগিভিং কে কেন্দ্র করে লস এঞ্জেলেসে গত সপ্তাহে ১১টি ডাকাতির ঘটনা ঘটেছে। বিভিন্ন দোকান থেকে প্রায় ৩ লাখ ৩৮ হাজার ডলার সমমূল্যের জিনিসপত্র চুরি হয়ে যায়। গ্রোভের নর্ডস্ট্রম স্টোরের মতো অধিকাংশ দোকানেই হুট করে হামলাকারীরা কাঁচ ভেঙ্গে দ্রুত জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়। তবে বর্তমানে লস এঞ্জেলেসের নো-অ্যান্ড-লো আইনের আওতায় সবাই জামিনে ছাড়া পেয়েছে। আটক হওয়া সন্দেহভাজনদের মধ্যে একটি শিশুও রয়েছে। দোকানে ডাকাতির পাশাপাশি ফলো-হোম ডাকাতির বিষয়েও নজরজারি করছে পুলিশ। সাম্প্রতিক সময়ে দোকান থেকে অনুসরণ করে বাড়ির কাছাকাছি এসে দামি জিনিসপত্র চুরি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে। এলএবাংলাটাইমস/ওএম