লস এঞ্জেলেস

ওমিক্রন ছড়ানোর আতঙ্কে অরেঞ্জ কাউন্টি

অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, লস এঞ্জেলেস কাউন্টি এবং ক্যালিফোর্নিয়ার আরও কিছু স্থানে করোনা শনাক্তের ঘটনায় ঝুঁকিতে রয়েছে অরেঞ্জ কাউন্টি৷ যেকোনো সময় অরেঞ্জ কাউন্টিতে ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হতে পারে বলে মন্তব্য করেন তাঁরা। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ওমিক্রনের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী পদ্ধতি হবে টিকাগ্রহণ। কাউন্টি সুপারভাইজার ক্যাটরিনা ফোলে বলেছেন, আমাদের আতঙ্কিত হওয়া চলবেনা৷ ভালো খবর হচ্ছে আমাদের দুই মিলিয়ন বাসিন্দা ইতোমধ্যে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। সেই সাথে ওমিক্রন ঠেকানোর যথাযথ অস্ত্র আমাদের হাতে রয়েছে। কাউন্টির হেলথ কেয়ার এজেন্সির তথ্যমতে, অরেঞ্জ কাউন্টির ৬৫ শতাংশ বাসিন্দা টিকার পূর্ণ ডোজ গ্রহণ সম্পন্ন করেছেন। কাউন্টির ডেপুটির হেলথ ডিরেক্টর বাসিন্দাদের মাস্ক ব্যবহার, আউটডোর ভীড় এড়িয়ে চলা, সামাজিক দূরত্ব ও টিকাগ্রহণের মতো প্রাথমিক জিনিসে মনোনিবেশ করতে বলেছেন। তবে এখন পর্যন্ত কোনো লকডাউনের প্রয়োজনীয়তা নেই বলেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এলএবাংলাটাইমস/ওএম