লস এঞ্জেলেস

তহবিল ছেড়ে দেওয়ার আহ্বান জানালো তালেবান

দোহায় দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্রের স্থগিত করা আফগানিস্তানের বিলিয়ন ডলার তহবিল ছাড় করার আহ্বান জানিয়েছেন তালেবান নেতারা। এ ছাড়া সংগঠনটির নেতাদের কালো তালিকায় না রাখা ও তাঁদের বিরুদ্ধে আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ওয়েস্ট ওই বৈঠকে অংশ নেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাতারে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠক এটি।আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বালখি জানান, দুই দেশের প্রতিনিধিরা অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষাসহ প্রভৃতি নিয়ে কথা বলেছে। আফগান নেতারা নিরাপত্তার আশ্বাস দিয়েছে ও তহবিল অর্থ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন আফগান কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯৫০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদ জব্দ করেছে। এ ছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক আফগানিস্তানে কার্যক্রম বন্ধ রেখেছে। এমন পরিস্থিতিতে ও নানা সংকটে পড়ে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ