লস এঞ্জেলেস

ইউক্রেন নিয়ে রাশিয়াকে সর্তকবাণী দিলো আমেরিকা

ইউএস সেক্রেটারি অফ স্টেইট এন্তনি ব্লিনকেন ইউক্রেন নিয়ে রাশিয়াকে সতর্কবাণী দিলেন। বৃহস্পতিবারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক চলাকালীন সময়ে এই সর্তকবাণী দিলেন তিনি। বৃহস্পতিবারে সুইডেনের স্টকহোমে  ব্লিনকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জে লাভরভের মাঝে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের মধ্যেকার সম্পর্ক, অর্থনীতি ও ইউক্রেন নিয়ে আলোচনা হয়, ব্লিনকেন বলেন,’আমি স্পষ্টভাবে বলে দিয়েছি যে আমরা ইউক্রেন নিয়ে অনেক গভীরভাবে উদ্বেগ্নবোধ করছি। ইউক্রেন সীমান্তে কোন সংঘাত ঘটলে সেটির দায় সম্পূর্নভাবে রাশিয়ার উপর পড়বে।‘ তিনি আরো বলেন, ‘এখন রাশিয়ার উচিত বর্তমানের অস্থিতিশীল পরিস্থিতিকে স্বাভাবিক করতে শান্তিপূর্নভাবে আলোচনায় বসা ও সীমান্ত থেকে অতিরিক্ত সেনা প্রত্যাহার করা।‘ ব্লিনকেন জানান, অতি শীঘ্রই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের মাঝে বৈঠকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ