লস এঞ্জেলেস

ক্যালফোর্নিয়ায় দাবানলের কারণে বায়ুদূষণ, সতর্কতা জারি

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় দাবানলের ফলে সৃষ্টি হয়েছে বায়ুদূষণ। তাই শনিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য কর্মকর্তারা অস্বাস্থ্যকর এয়ার কোয়ালিটি এলার্ট জারি করেন এবং বাসিন্দাদের দূষণ থেকে বাঁচতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানায়, সাউথ কোস্টাল লস এঞ্জেলেস, সাউথইস্ট এলএ কাউন্টি, দ্য পমোনা-ওয়ানাট ভ্যালি, সাউথ স্যান গ্যাব্রিয়েল এবং সাউথ-সেন্ট্রাল এলএ কাউন্টির বাসিন্দাদের বায়ুদূষণ থেকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টির হেলথ অফিসার মুন্টু ডেভিস বলেন, ‘দাবানলের পর ধোঁয়া, ছাই এগুলো কই উড়ে যায় সেটি নিশ্চিত করে বলা যায় না। তাই আমাদের মনে রাখতে হবে যে ছাই এবং ধোঁয়া আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ অস্বাস্থ্যকর’। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দাবানলের ধোঁয়ায় ছোট মাত্রার কণা, বিষাক্ত গ্যাস কিংবা পানি থাকতে পারে। এই ছোট কণাগুলোর কারণে চোখ জ্বালাপোড়া, স্বর্দি, গিওলা ব্যথা, মাথাব্যথা এবিং শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট, কাঁশি কিংবা বুক ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এলএবাংলাটাইমস/ওএম