লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। শনিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত ৬০০ জন রোগী ভর্তি ছিল কাউন্টির বিভিন্ন হাসপাতালে। ওমিক্রন ভ্যারিয়েন্টের ফলে স্বাস্থ্য কর্মকর্তারা শীতকালীন আরেকটি প্রাদুর্ভাবের শঙ্কা করছেন।
শনিবার হাসপাতালগুলোতে রোগী ভর্তি ছিল ৬১০ জন। শুক্রবারে রোগী ছিল ৫৭২ জন। এছাড়া জরুরি বিভাগে ভর্তি ছিল ১৪৬ জন।
এছাড়া শনিবার নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন আর মারা গেছেন আরও ২০ জন। এই সংখ্যা নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩৪ হাজার ৭২০ জন ও মারা গেছেন ২৭ হাজার ৪৪২ জন। শুক্রবার করোনায় শনাক্তের হার ছিল মোট পরীক্ষার ১ শতাংশ।
লস এঞ্জেলেস কাউন্টিতে প্রথমবারের মতো করোনার ওমিক্রণে ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এই রোগী শনাক্ত হয় বলে জানায় কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা।
কাউন্টি হেলথ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, গত নভেম্বর মাসের ২২ তারিখে ওই ব্যক্তি সাউথ আফ্রিকা থেকে লন্ডন হয়ে লস এঞ্জেলেসে আসেন।
বিবৃতিতে জানানো হয়, 'আক্রান্ত ব্যক্তি লস এঞ্জেলেস কাউন্টির বাসিন্দা। তিনি টিকার পূর্ণ ডোজ গ্রহণকারী। তিনি সেল্ফ-আইসোলেশনে আছেন এবং মেডিকেল কেয়ার ছাড়াই সেরে উঠছেন'।
বিবৃতিতে আরও জানানো হয়, 'ওই ব্যক্তির সংস্পর্শে অল্প কয়েকজন এসেছিল এবং তাদের চিহ্নিত করে পরীক্ষা করানো হয়। তাদের সবার ফলাফল নেগেটিভ এসেছে'।
এলএবাংলাটাইমস/ওএম