লস এঞ্জেলেস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আসছে শীতল আবহাওয়া, সাথে কুয়াশা

সাউদার্ন ক্যালিফোর্নিয়া জুড়ে সোমবার (৬ ডিসেম্বর) বিরাজ করবে ঠান্ডা আবহাওয়া। সেই সাথে থাকবে ঘন কুয়াশা। সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। লস এঞ্জেলেস এবং অরেঞ্জ কাউন্টিতে সোমবার সকালে ঘন কুয়াশা বিরাজ করবে। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৬৯ ডিগ্রী। মঙ্গলবার গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সেটি ভারী বৃষ্টিপাতে রূপ নিতে পারে। এছাড়া ভ্যালি এবং ইনল্যান্ড অ্যাম্পায়ারে ৭৬ ফারেনহাইট তাপমাত্রা বিরাজ করবে। মঙ্গলবার মৃদু বৃষ্টিপাতের সম্ভাবনাওে রয়েছে। সোমবার বিচ এলাকায় তাপমাত্রা ৬৫ ফারেনহাইট থাকতে পারে। সেইসাথে পরিবেশও কুয়াশাচ্ছন্ন থাকবে। পাহাড়ি এলাকায় তাপমাত্রা ৬৪ ফারেনহাইট থাকবে এবং আকাশে মেঘ বিরাজ করবে। বাতাস বইবে ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে। বৃহস্পতিবার তুষারপাতের সম্ভাবনাও রয়েছে। মরুভূমি এলাকায় সোমবার তাপমাত্রা থাকবে ৭৩ ফারেনহাইট। বাতাস বইবে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে। এলএবাংলাটাইমস/ওএম