লস এঞ্জেলেস

লং বিচে ওমিক্রনে আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত

দ্য সিটি অব লং বিচে প্রথমবারের মতো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টিতে এটি নিয়ে এখন পর্যন্ত চারজন ওমিক্রনে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, যেই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছে তার টিকার পূর্ণ ডোজ গ্রহণ করা ছিল। তবে ওই ব্যক্তির শরীরে উল্লেখযোগ্য কোনো উপসর্গ লক্ষ্য করা যায়নি। জানা যায়, ওই ব্যক্তি সম্প্রতি দেশের বাইরে থেকে ভ্রমণ করে নভেম্বরের ২৯ তারিখ লং বিচে আসেন। দ্য সিটি হেলথ ডিপার্টমেন্ট সোমবার ওই ব্যক্তির দেহে ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। তবে আক্রান্ত ব্যক্তি সম্পর্কে এর বেশি তথ্য জানানো হয়নি। এছাড়া তিনি কোথায় ভ্রমণ করেন কিংবা কার সংস্পর্শে এসেছেন- সেটি নিশ্চিত করা যায়নি। বিশ্বের অন্তত ৫০টি দেশে ও যুক্তরাষ্ট্রের ১৯টি স্টেটে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ক্যালিফোর্নিয়ায় বেশ কয়েকজনের দেহে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। লস এঞ্জেলেস কাউন্টিতে তিনজন ও লংবিচে একজনের শরীরে শনাক্তের খবর পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় ওমিক্রন উচ্চ সংক্রামক একটি ভ্যারিয়েন্ট। তবে ডেল্টাসহ অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে এটি আরও মারাত্মক কী না, সেটি নিশ্চিত করা যায়নি। লং বিচের স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে। এলএবাংলাটাইমস/ওএম