লস এঞ্জেলেসের লা পুয়েন্তে এলাকায় বন্দুকধারীর গুলিতে ৪৩ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানায়, শুক্রবার (১০ ডিসেম্বর) রাত ৮টার দিকে হার্লে স্ট্রিটের ১৭০০০ ব্লকের কাছের একটি অ্যাপার্টমেন্টে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে। তবে ওই ব্যক্তির নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
পরে গুলবিদ্ধ ওই ব্যক্তিকে ঘটনাস্থলেই মৃত বলে ঘোষনা করা হয়। এখন পর্যন্ত এই ঘটনার দায়ে কাউকে আটক বা চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাং-সম্পর্কিত কোনো ঘটনার দায়ে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম