লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা আরোপ

ক্যালিফোর্নিয়ায় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারো নতুন করে মাস্ক ব্যবহারে বাধ্যবাধকতা জারি করতে যাচ্ছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ ডিসেম্বর) এই ঘোষণা দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ জানায়, আপাতত এক মাসের জন্য মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা জারি করা হবে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস এজেন্সির সেক্রেটারি ড. মার্ক ঘ্যালি বলেন, চলতি বছরের ডিসেম্বরের ১৫ তারিখ থেকে ২০২২ সালের জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত এই নির্দেশনা জারি থাকবে। ঘ্যালি বলেন, লস এঞ্জেলেসসহ আরও কিছু কাউন্টিতে ইতোমধ্যে এই মাস্ক ব্যবহারের নির্দেশনা জারি আছে। তবে যেসব কাউন্টিতে এই নিয়ম জারি নেই, তাদের জন্য এটি প্রযোজ্য হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, সকল ইনডোর পাবলিক সেটিং-এ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ঘ্যালি বলেন, 'মাস্ক ব্যবহারের পরিমাণ যদি ১০ শতাংশ বেড়ে যায়, তবে সংক্রমণ আরও অনেকটাই কমে যেতে পারে।' এলএবাংলাটাইমস/ওএম