লস এঞ্জেলেস

ভেনচুরায় ২ কিশোরের ছুরিকাঘাতে আহত আরেক কিশোর

ভেনচুরা কাউন্টিতে ১৪ বছরের এক কিশোরকে ছুরিকাঘাত করার অভিযোগে দুই কিশোরকে খুঁজছে পুলিশ। দ্য ভেনচুরা পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, রবিবার (২৬ ডিসেম্বর) প্যাসিফিক ভিউ মলের পাশে এক কিশোরকে ছুরি মেরেছে অন্য দুই কিশোর। পুলিশ জানায়, বিকাল ৪টার ঠিক আগে ১৪ থেকে ১৬ বছর বয়েসী দুইজন অন্য ১৪ বছর বয়েসী কিশোরকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করে। এর পর পুলিশ আহত কিশোরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। শরীরের উপরিভাগে ছুরিকাঘাত করে তারা। তবে আহত কিশোরের মৃত্যুর কোনো শঙ্কা নেই। এখন পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ। কারো কাছে তাদের বিষয়ে কোনো তথ্য থাকলে 805-339-4444 এই নাম্বারে কল করতে বলা হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম