লস এঞ্জেলেস

আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত নিয়োগ দিলো যুক্তরাষ্ট্র

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন  আফগানিস্তানে বিশেষ দূত হিসেবে রিনা আমিরির নাম ঘোষণা করেন। আফগানিস্তানের নারী, শিশু ও মানবাধিকার রক্ষায় রিনা বিশেষ দায়িত্ব পালন করবেন। তিনি আফগানিস্তান থেকে আচমকা সেনা প্রত্যাহারের বিরোধীতা করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিনকেন বলেন,’আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ আফগানিস্তান প্রতিষ্ঠা করতে চাই। রিনা আমিরি এই কাজে আমাদের সহায়তা করতে পারবেন।‘ রিনা আমিরি দুই দশক ধরে সরকারের উপদেষ্টা, জাতিসংঘ ও আফগানিস্তান-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন টাস্কফোর্সে কাজ করেছেন। এরপূর্বে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে আফগানিস্তান ও পাকিস্তানবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ