লস এঞ্জেলেস

বাজে আবহাওয়ার কারণে ক্যালিফোর্নিয়ায় জরুরী অবস্থা জারি

বাজে আবহাওয়ার কারণে ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে জরুরী অবস্থা জারি করেছেন গর্ভনর গেভিন নিউসম। বৃহস্পতিবারে (৩০ ডিসেম্বর) নিউসম শীতকালীন ঝড়ের কারণে একাধিক কাউন্টিতে জরুরী অবস্থা জারি করেন। কাউন্টিগুলো হলঃ আলমেডা, আমাডোর, কালাভেরাস, এল ডোরাড, হামবোল্ডট, লেইক, লস এঞ্জেলেস, মারিন, মন্ট্রেরে, নাপা, নেভাডা, অরেঞ্জ, প্লেসার। স্যাক্রামেন্টো, সান বার্নাডিনো, সান লুইস অবিসো, সান মাতেও, সান্তা ক্রুজ, সিয়েরা ও ইউবা। ক্যালিফোর্নিয়াতে ঐতিহাসিক পর্যায়ের তুষারপাত, ঝড়ো হাওয়া ও বন্যা দেখা যাচ্ছে। কাউন্টিগুলো যাতে তাদের উদ্ধারকার্য ও জরুরী সেবা অব্যাহত রাখতে পারে তাই জরুরী অবস্থা জারি করা হয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ