লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে দৈনিক করোনা আক্রান্তের নতুন রেকর্ড

লস এঞ্জেলেস কাউন্টিতে শুক্রবার (৩১ ডিসেম্বর) একদিনে সর্বোচ্চ সংখ্যক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, শুক্রবার একদিনে ২৭ হাজার ৯১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১২ জন। কর্তৃপক্ষ জানায়, গত দুইদিনে শনাক্তের সংখ্যা দ্বিগুন হয়েছে। প্রতি চারজনের করোনা পরীক্ষায় একজনের দেহে করোনা শনাক্ত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট জানায়, আসন্ন ছুটিতে বড় ধরণের কোনো জনসমাবেশ যেনো না হয়, সেজন্য আমরা জোর আহবান জানাচ্ছি। বদ্ধ স্থানে পার্টির কারণে সংক্রমণ অনেকাংশে বেড়ে যেতে পারে'। বৃহস্পতিবার থেকে শুক্রবারে হাসপাতালে করোনা রোগী বেড়েছে ৯৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৪৬৪ জন রোগী। এর মধ্যে জরুরি বিভাগে ভর্তি আছে ২১৮ জন। শুক্রবারে দৈনিক শনাক্তের হার রাতারাতি বেড়ে হয়েছে ২২ দশমিক ৪ শতাংশ। গত মাসে এই হার ছিল মাত্র ১ শতাংশ। করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ লাখ ৪৩ হাজার বাসিন্দা করোনা শনাক্তের পরীক্ষা করিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশের করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত কাউন্টিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৯৬ হাজার ৫৮২ জন বাসিন্দা। এর মধ্যে মারা গেছে ২৭ হাজার ৬৩৭ জন। এলএবাংলাটাইমস/ওএম