লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ায় ভারি বৃষ্টি ও তুষারপাত, লস এঞ্জেলেসে রেকর্ড

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় শীতকালীন ঝড়ের প্রভাবে ভারি বৃষ্টিপাত এবং তুষারপাত হয়েছে। টানা তিনদিন ধরে খরা প্রবণ অঞ্চলটিতে এই দুর্যোগ বয়ে গেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে ন্যাশনাল ওয়েদার সার্ভিস লস এঞ্জেলেস কাউন্টি এবং অরেঞ্জ কাউন্টিতে বৃহস্পতিবার বৃষ্টি ও তুষারপাতের বিষয়ে তথ্য প্রকাশ করে। বৃষ্টি: লস এঞ্জেলেসে সর্বোচ্চ বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে স্যান গ্যাব্রিয়েল মাউন্টেনের কগসওয়েল ড্যাম এ। ৯ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে সেখানে। অন্যান্য অনেক কাউন্টিতেও কয়েক ইঞ্চি পরিমাণ বৃষ্টি হয়েছে। উডল্যান্ড হিলস এ বৃষ্টি হয়েছে ৭ দশমিক ৩৭ ইঞ্চি, টোপাঙ্গায় ৬ দশমিক ৭৭ ইঞ্চি, আগোরা হিলস এ ৫ দশমিক ৭৮ ইঞ্চি এবং ব্রেন্টউডে ৫ দশমিক ৮৭ ইঞ্চি বৃষ্টি হয়েছে। তুষারপাত: লস এঞ্জেলেসএবং ভেনচুরাকাউন্টির মাউন্টেন হাই, যার উচ্চতা ৭ হাজার ফিট, দুইদিনে সেখানে সর্বোচ্চ তুষারপাত পরিমাপ করা হয়েছে। ওয়েদার সার্ভিস জানায়, ১২ থেকে ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে সেখানে। মাউন্ট ব্যাল্ডিতে দ্বিতীয় সর্বোচ্চ ৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। এরপর মাউন্ট উইলসন এবং মাউন্ট পিনোসে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ তুষারপাত হয়েছে। এলএবাংলাটাইমস/ওএম