গত ২২শে আগস্ট ২০১৫ তারিখ শনিবারে লস এঞ্জেলেসের Griffith Park এ বৃহত্তর নোয়াখালী
জেলাবাসীর আয়োজনে হয়ে গেল “বনভোজন ও মিলন মেলা-২০১৫”। অনুষ্ঠানটি সকাল ১১ টা
থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে স্থানীয় ভাবে বিভিন্ন পরিবেশনা করে। নিজেদের
মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই। এ যেন এক অপূর্ব সুযোগ। উষ্ণ গরমের মাঝে সারাদিন
ব্যাপী বনভোজনের মূল আকর্ষণ ছিলো প্রবাসীদের আড্ডা।
হারানো বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে
দেখা হয়ে নিজেদের আবেগ ও আনন্দময় সময়কে আরও রঙিন করে তোলেন সবাই।
সহ নানা রকম স্পোর্টস সহ আর অনেক আয়োজন। নিজ সংস্কৃতি আগামী প্রজন্মের সঙ্গে পরিচয়
করিয়ে দেওয়া বনভোজনের অন্যতম উদ্দেশ্য।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রকম
মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংবীচের শাহাবুদ্দিন,
মো: সেলিম লি, টিটু, সোহরাব চৌধুরী, আলমগীর, সানি ও আরও অনেকে । বৃহত্তর নোয়াখালী
কমিউনিটির আরো অনেকে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রবাসী নোয়াখালীবাসী বন্ধুদের আয়োজনে
এ বনভোজন হয়ে উঠেছিলো এক টুকরো বাংলাদেশ।
জেলাবাসীর আয়োজনে হয়ে গেল “বনভোজন ও মিলন মেলা-২০১৫”। অনুষ্ঠানটি সকাল ১১ টা
থেকে রাত ০৮ টা পর্যন্ত অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে স্থানীয় ভাবে বিভিন্ন পরিবেশনা করে। নিজেদের
মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয় সবাই। এ যেন এক অপূর্ব সুযোগ। উষ্ণ গরমের মাঝে সারাদিন
ব্যাপী বনভোজনের মূল আকর্ষণ ছিলো প্রবাসীদের আড্ডা।
হারানো বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে
দেখা হয়ে নিজেদের আবেগ ও আনন্দময় সময়কে আরও রঙিন করে তোলেন সবাই।
সহ নানা রকম স্পোর্টস সহ আর অনেক আয়োজন। নিজ সংস্কৃতি আগামী প্রজন্মের সঙ্গে পরিচয়
করিয়ে দেওয়া বনভোজনের অন্যতম উদ্দেশ্য।
খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। বিভিন্ন খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রকম
মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছিল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংবীচের শাহাবুদ্দিন,
মো: সেলিম লি, টিটু, সোহরাব চৌধুরী, আলমগীর, সানি ও আরও অনেকে । বৃহত্তর নোয়াখালী
কমিউনিটির আরো অনেকে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে প্রবাসী নোয়াখালীবাসী বন্ধুদের আয়োজনে
এ বনভোজন হয়ে উঠেছিলো এক টুকরো বাংলাদেশ।