লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের হাসপাতালে ক্রমেই বাড়ছে করোনা রোগী

লস এঞ্জেলেসের হাসপাতালে ক্রমেই বেড়ে চলেছে করোনা রোগী ভর্তির সংখ্যা। শনিবার (১ জানুয়ারি) লস এঞ্জেলেসের বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ৬২৮ জন করোনা রোগী। শুক্রবার (৩১ ডিসেম্বর) রোগী ছিল ১ হাজার ৪২৪ জন। শনিবার জরুরি বিভাগে ভর্তি ছিল ২৪৬ জন। শুক্রবারে ভর্তি ছিল ২১৮ জন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, শুক্রবারে দৈনিক গড় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২২ দশমিক ৪ শতাংশে। গত মাসে দৈনিক শনাক্তের এই হার ছিল ১ শতাংশ।    করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ কোটি ৪৩ হাজার বাসিন্দার করোনা শনাক্তের পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে মোট ১৫ শতাংশের দেহে করোনা পজেটিভ এসেছে। এখন পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে করোনা শনাক্ত হয়েছে ১৬ লাখ ৯৬ হাজার ৫৮২ জন আর মারা গেছেন ২৭ হাজার ৬৩৭ জন। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে কাউন্টি পাবলিক হেলথ ডিরেক্টর বারবারা ফেরের বলেন, আমরা প্রকৃতপক্ষে করোনা মহামারির সবচেয়ে খারাপ সময়টা পার করছি’।   তিনি আরও বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে টিকার পূর্ণ ডোজ গ্রহণকারীরাও করোনাইয় আক্রান্ত হচ্ছেন। তবে যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে যারা টিকা নেননি, তাদের ভর্তির হার ১ লাখে ২৮ জন। আর যারা টিকা গ্রহণ করেছেন, তাদের ভর্তির হার ১ লাখে ১ জন। ফেরের বলেন, ‘হাসপাতালে ভর্তি হওয়া থেকে রুখতে টিকা গ্রহণ একটি কার্যকরি উপায়’। কর্তৃপক্ষ জানিয়েছে, করোনায় মারা যাওয়া ৯০ শতাংশেরই শরীরে অন্যান্য শারীরিক অসুবিধা ছিল। এর মধ্যে সবচেয়ে প্রচলিত সমস্যাগুলো হলো হাইপারটেনশন, ডায়াবেটিস এবং হার্ট ডিজিজ। এলএবাংলাটাইমস/ওএম