লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে দুইদিনে করোনা আক্রান্ত ৪৫ হাজার বাসিন্দা

লস এঞ্জেলেসে শনিবার ও রবিবারে ৪৫ হাজার বাসিন্দা নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য কর্মকর্তারা এই সংখ্যাকে আশঙ্কাজনক বলে অবিহিত করেছেন। কর্তৃপক্ষ জানায়, শনিবার করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৫২ জন এবং রবিবার আক্রান্ত হয়েছেন ২১ হাজার ২০০ জন বাসিন্দা। এর আগের দিন শুক্রবারে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। ওইদিন আক্রান্ত হয়েছে ২৭ হাজার ৯১ জন। এছাড়া এই সাপ্তাহিক ছুটির দুইদিনে আরও দুইজন করে মোট চারজন করোনায় মারা গেছেন। লস এঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এর তথ্যমতে, করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ১৭ লাখ ৪১ হাজার ২৯২ জন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৭ হাজার ৬৪০ জন মারা গেছেন। একই সাথে কাউন্টিতে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। দ্বিতীয় দিনের মতো হাসপাতালে নতুন রোগী ভর্তি সংখ্যা ১৫০ এর বেশি হয়েছে। রবিবার হাসপাতালে রোগীর সংখ্যা ১ হাজার ৬২৮ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯২ জনে। এর মধ্যে ২৬৩ জন বাসিন্দা জরুরি বিভাগে ভর্তি রয়েছে। এর আগের দিন ভর্তি ছিল ২৪৬ জন। রবিবার দৈনিক শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৮ শতাংশে।   স্বাস্থ্য কর্মকর্তারা বাসিন্দাদের করোনা থেকে বাঁচতে ঝুঁকি কম নিতে বলেছেন এবং মাস্ক ব্যবহার না করে ইনডোর কার্যক্রমে অংশ গ্রহণ না করতে বলেছেন। এলএবাংলাটাইমস/ওএম