লস এঞ্জেলেস

অনুষ্ঠিত হলো বাইডেন ও জেলেনস্কির মাঝে ফোনালাপ

রবিবারে (২ জানুয়ারি)  মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কির সাথে ফোনালাপ করেন। তিনি জেলেনস্কিকে আশ্বাস দেন যে যদি রাশিয়া ইউক্রেনে আক্রমন চালায় তাহলে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইউক্রেনের সাহায্যে এগিয়ে আসবে। প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপ করার পর বাইডেন জেলেনস্কির সাথে ফোনালাপ করেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি একটি বিবৃতিতে বলেন, ‘ প্রেসিডেন্ট বাইডেন আশ্বাস দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনকে আক্রমন করলে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইউক্রেনের পাশে দাঁড়াবে।‘ ফোনালাপের পর জেলেনস্কি টুইট করেন যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ ও দুই দেশের মধ্যে সম্পর্ক এভাবেই এগিয়ে যাবে। আগামী ৯ ও ১০ তারিখে রাশিয়ান ও মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের মাঝে জেনেভায় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইউক্রেন সমস্যা নিয়ে কথা বলে হবে জানা গিয়েছে। এলএবাংলাটাইমস/এমডব্লিউ